
আলোকিত সকাল ডেস্ক
ভারত হারের পর থেকে আলোচনা আর সমালোচনা চলছেই। পরাজয়ের তিক্ত হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় সমর্থকরা। চোখে জল নিয়ে রান আউট হয়ে ধোনির প্যাভিলিয়নে ফেরার সেই দৃশ্য এখনও দেশবাসীর মনে কাঁটার মতো বিঁধছে। আর সর্বশেষ বিষয়টি নিয়ে মুখ খলছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
তিনি ৫ রানে ৩ উইকেট হারানোর পরেও কেন ধোনিকে ৭ নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হলো তারা জবাব দিয়েছেন সম্প্রতি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ধোনির বিষয়ে এমন সিদ্ধান্তের নেপথ্যে আসলে ছিলেন রবি শাস্ত্রী। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘তাহলে কখন পাঠাতাম? ওকে আগে পাঠালে তো খেলা অনেক আগেই শেষ হয়ে যেত। বল তখন এতটা সুইং করছিল। সিম করছিল। ধোনি যদি প্রথম চার উইকেটের মধ্যে চলে যেত, তাহলে শেষ দিকে এই প্রায় জিতে যাওয়ার পরিস্থিতি তৈরি হত না।’
হার্দিকের বদলে অন্তত ছয় নম্বরেও কি নামানো যেত না ধোনিকে? এমন প্রশ্নের জবাবে শাস্ত্রীর সাফাই, তখন স্যান্টনার বল করছিল। আমরা ধোনিকে ঠিক সেই সময় পাঠাতে চেয়েছি যখন ও নিজে সবচেয়ে স্বচ্ছন্দ। প্রায় তো করেও দিয়েছিল। জাদেজা যদি আর ৬টা বল থাকত ম্যাচ বদলে যেত।
সেমিফাইনালে হারের পর সাংবাদিক সম্মেলনো ধোনিকে ব্যাটিং অর্ডারের এত নিচে পাঠানোর পক্ষে যুক্তি দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলিও। তিনি বলেছিলেন, আমরা জানতাম, পরিস্থিতি কঠিন হয়ে গেলে ধোনি সামলে নেবে। সেই ভূমিকাতেই রাখা হয়েছিল ওকে।
আস/এসআইসু