
আলোকিত সকাল ডেস্ক
টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী নাবিলা ইসলাম’র যাত্রা শুরু হয় ওয়াহিদ তারেক পরিচালিত ‘লিটল অ্যাঞ্জেল আইএম ডায়িং’ নামে একটি টেলিছবির মাধ্যমে। শুরুতেই তার সাবলীল অভিনয় দিয়ে মুগ্ধ করেন দর্শক ও নির্মাতাদের। তারপর থেকে ক্রমেই ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। বর্তমানে ঈদের একাধিক নাটকে কাজ করছেন তিনি। সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে…
বর্তমান ব্যস্ততা…
উত্তরায় ৫নং সেক্টরে তরুণ নির্মাতা ফরহাদ বাবুর ‘কোথাও কোনো রোমান্স নেই’ ঈদের নাটকে শুটিং করছি। নাটকটির গল্প অনেক মজার। এই নাটকে আমার সহযোদ্ধা হিসেবে রয়েছেন আব্দুন নূর সজল। ইতোমধ্যে ঈদ উপলক্ষে একাধিক নাটকের কাজ শেষ করেছি। আরও একাধিক ঈদের নাটকের শুটিং করতেও হবে। দেশের বাইরেও যেতে হবে শুটিংয়ের জন্য।
নাটকের সহকর্মী হিসেবে…
এ পর্যন্ত সহকর্মী হিসেবে যাদের পেয়েছি, তাদের সবার সঙ্গেই কাজ করতে ভালো লেগেছে। সবাই অনেক আন্তরিক। গত ঈদের মতো এবার ঈদেও অনেক নাটক আমার হাতে। একেক নাটকে একেক জন অভিনেতা আমার বিপরীতে কাজ করছেন। এরমধ্যে আছেন- সজল, জাহিদ হাসান, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, নিশো, আ খ ম হাসানসহ অনেকেই। সবাই সময়ের আলোচিত অভিনেতা। এ কারণে কাজ করতে ভালোই লাগছে।
পছন্দ-অপছন্দ…
ছোটবেলা থেকে ঘুরতে আর শপিং করতে বেশি পছন্দ করি। পাশাপাশি বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে। আমি গত রমজানের ঈদ থেকে এখন পর্যন্ত যত শপিং করেছি। আমার মনে হয় আমি নিজেই প্রায় ক্লান্ত হয়ে গেছি। তবে সুযোগ পেলেই দেশ ও দেশের বাইরে ঘুরতে যাই। আর কাজ ছাড়া অহেতুক আড্ডা দিতে আমার একদমই পছন্দ নয়।
ভুলে যাওয়া রোগ…
ভুলে যাওয়া বিষয়টা একটা স্বাভাবিক বিষয়। তবে আমার মনে হয় ভুলে যাওয়া রোগ আছে। আমি অনেক গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ও অনেকসময় ভুলে যাই। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমবর্তনের শেষ সময় ছিল গত মাসে। কিন্তু শুটিং করতে করতে সব কিছু ভুলে যাই। পরে আমার এক বন্ধু মনে করিয়ে দেয়ার পর সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ পেয়েছি। এ রকম অনেক ঘটনা আছে যা মনে পড়লে একা একা হাসি পায়।
প্রাপ্তি-অপ্রাপ্তি…
প্রাপ্তিই বেশি। অপ্রাপ্তি নেই বললেই চলে। প্রতিনিয়ত অনেক নাটক তৈরি হচ্ছে। পুরনোদের দলে নতুন নতুন শিল্পীরা যোগ হচ্ছেন। ভালো কাজ করার মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছি। এটাই বড় প্রাপ্তি। আর কোনো অপ্রাপ্তি থাকলেও এখন তা বলব না।
আলোকিত সকাল/এসআইসু