
আলোকিত সকাল ডেস্ক
রুক্নিনী মৈত্র। ওরফে ‘নিশা’। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পাসওয়ার্ড’-এ এই লুকেই দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে রুক্নিনীর চরিত্রের নাম ‘নিশা’।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রুক্নিনী। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘চ্যাম্প’ দিয়ে তিনি অভিনয়ে ডেবিউ করেন। তারপর এক এক করে ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’-এ দেবের সঙ্গেই অনস্ক্রিন তাকে দেখেছেন দর্শক। ‘পাসওয়ার্ড’-এও রুক্নিনী দেবের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন।
অভিনয়ের ক্যারিয়ারের প্রথম থেকেই রুক্নিনী তার চরিত্রের গঠনের ওপর জোর দিয়েছিলেন। প্রতিটি ছবিতে যাতে আলাদা আলাদা চরিত্রে দর্শকের সামনে আসতে পারেন, সে চেষ্টাই ছিল তার। ‘পাসওয়ার্ড’-ও ব্যতিক্রম নয়। এ ছবির ‘নিশা’ কেমন, তা নিয়ে এখনই বেশি কিছু বলতে চাইছেন না তিনি। তবে নিঃসন্দেহে এ ধরনের ছবি টলিউড আগে দেখেনি বলে জানিয়েছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক।
আস/এসআইসু