
কৌশিক আচার্য
আষাঢ় মাসে বৃষ্টি এলো
গুরুম গুরুম করে।
প্রবল ধারায় বৃষ্টি নামে
সকাল বিকাল ধরে।
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ঐনা টিনের চালে।
মুশলধারে বৃষ্টির পানি
মিশে খালে বিলে।
ঝর বৃষ্টি মেঘলা আকাশ
আষাঢ় মাসের সঙ্গী।
বাদলা দিনে সূর্য তখন
করে ভীষন ভঙ্গী।
আষাঢ় মাসের বৃষ্টিতে হয়
মানব জীবন ক্লান্ত।
বৃষ্টিতে আজ বন্যা করেও
হয়না আষাঢ় ক্ষান্ত।
Facebook Comments