
আলোকিত সকাল ডেস্ক
মেহজাবিন চৌধুরী জনপ্রিয় একজন অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে কোটি দর্শকের মনে যায়গা করে নিয়েছেন। তার ইমোশনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে। সম্প্রতি এক সন্ধ্যায় সদা হাস্যোজ্জ্বল সেই মেয়েটির সঙ্গে দেখা হয় উত্তরার এক শুটিং হাউসে। বুঝে যাওয়ার কথা সেই মেয়েটি আর কেউ নন, তিনি সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিন।
সেলিব্রেটিদের নিয়ে ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই। তেমনই মেহজাবিনের বিয়ে নিয়ে ভক্তদের মনে কৌতুহল জেগেছে। কবে বিয়ে করবেন তিনি? আর কেমন ছেলেই বা পছন্দ করেন?
সাম্প্রতি তিনি এক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই নিজের বিয়ে নিয়ে বলেছেন, বিয়ে নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। যাদের কাজ নেই তারা আমার বিয়ে নিয়ে গুজবেই ব্যস্ত থাকে। বিয়ে মানুষের জীবনের একটি অনেক বড় সিদ্ধান্ত। আমি নিজের পছন্দে নয়, বাবা মায়ের পছন্দেই বিয়ে করবো।
এ সময় তিনি আরও বলেন, আমরা অনেক কষ্ট করে কাজ করি। আমাদের কাজটা দেখবেন। কাজ নিয়ে ভালো মন্দ বলবেন। কীভাবে শুধরানো যায় সেটাও বলবেন। কোনো কাজকে খারাপ বলা অনেক সহজ বা ফেসবুকে কমেন্ট করে দেওয়া অনেক সহজ। কিন্তু গঠনমূলক সমালোচনায় কাজকে উৎসাহ সবাই দিতে পারেন না। সবার কাছে সমর্থন চাই। দেখুন, রিভিউ লেখা অনেক সহজ। কাজ নামানো অনেক ডিফিকাল্ট। সমালোচনাটা যেনো লজিক্যাল হয় সেই দিকে খেয়াল রাখা উচিৎ। নাটক নিয়ে আজে বাজে মন্তব্য না করে, একটা ছোটো গল্প দিয়ে দিবেন। আপনারা ভালো আইডিয়া দিলে সেটাও গ্রহন করবো আমরা। যে-ই সমালোচনা করুন, অবশ্যই আপনার ক্রেডিটসহ করুন। ভালো হয়নি, ফালতু, বস্তা পচা না বলে আমাদের গল্প দিন, আইডিয়া দিন।
আস/এসআইসু