
আমিন বেপারী, কাতার প্রতিনিধি
সন্তানের আদর্শ চরিত্র গঠন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আদর্শ মা-বাবার বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানী দোহার শালিমার প্যালেস হোটেলে কাতার রাজনগর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবিদুর রহমান ফারুক এর কন্যা জান্নাতুল মাওয়া জেনিফা আইটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং গ্রেজুয়েশন কমপ্লিট করায় তাকে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
শাহিনুর রহমান শাহীন ও ফয়েজ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা নজরুল ইসলাম সিসি, কফিল উদ্দিন,দিলিপ কুমার দাস, আহমেদ মালেক ও পংকি মিয়া।
বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল রকিব, সহ-সভাপতি আমান উল্লাহ চৌধুরী, জামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন শিপলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজানুর রহমান সুজান, শাহিনুর রশিদ আকাশ, প্রিয়াঙ্কা দাস ও তানহা আরিফা।
বক্তারা আরো বলেন,দেশ ও জাতি গঠনে বর্তমান সময়ে নারী জাগরণের বিপ্লব নেই।তাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুশিক্ষায় শিক্ষিত করতে প্রতিটি মা-বাবাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আস/এসআইসু