
রামপ্রসাদ সূত্রধর
ঘুষ নিচ্ছে ঘুষ দিচ্ছে
বলতে মুখে মানা।
সময়ের স্বীকার হয়ে
সত্য গেল জানা।
ঘুষ খেয়ে দিনে-দিনে
পেট করেছে মোটা।
মুখে তার মধুর বচন
নাম সাহেব বেটা।
আসুন করি অঙ্গীকার
ঘুষ দিব না আর।
জাগো জাতি জনগণ
হও রে হুশিয়ার।
Facebook Comments