
দেশবার্তা রিপোর্টঃ কুইবেক প্রদেশে আজ বুধবার দিবাগত রাত ১২ টার পর শুরু হলো ২৮ দিনের ‘আংশিক লকডাউন’। কুইবেক প্রিমিয়ার ফ্রানসোয়া লিগাউ গতকাল এই নির্দেশ জারি করেন। লকডাউন চলাকালীন সময় বন্ধ থাকবে বার, সিনেমাহল, ক্যাসিনো, জাদুঘর ও লাইব্রেরী।
এসময় নিজ পরিবারের সদস্য ব্যতীত অন্য কাউকেই বাসায় আমন্ত্রন করা যাবে না। যদি কেউ এই আদেশ অমান্য করে পার্টি কিংবা এধরনের অনুষ্ঠানের আয়োজন করে তাহলে প্রত্যেককেই গুনতে হবে ১০০০ ডলার সহ মোটা অংকের জরিমানা। এসময় পুলিশ প্রশাসনের ক্ষমতা থাকবে সন্দেহজনক বাসার কড়া নাড়ার। যদি কেউ দরজা খহুলতে অপারগতা প্রকাশ করে তাহলে কর্তব্যরত পুলিশ সদস্যরা সেই মুহুর্তেই ফোনে কথা বলে বিচারক থেকে বিশেষ ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন।
এদিকে প্রায় সবকিছু বন্ধ করে, বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্তকে যুক্তিহীন মনে করছেন অনেক অভিভাবক। কিছু অভিভাবক অভিযোগ করেন যে বাসায় যদি কোন বন্ধু আমন্ত্রিত হতে না পারে তাহলে সেই বন্ধুর বাচ্চারা আমাদের বাচ্চাদের সাথে বিদ্যালয়গুলোতে মিশবে কিংবা খেলবে! সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে দায়দায়িত্ব কে নেবে? উল্লেখ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত কুইবেকে মোট আক্রান্তের সংখ্যা ৭৪২৮৮ এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৮৩৪ জন।