
আলোকিত সকাল ডেস্ক
দক্ষিণ খুলনার কপিলমুনি বাজার সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী বাজারের পাকা রাস্তায় পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বাজারের অভ্যন্তরে ড্রেন কোনো কাজে আসছে না।
একইভাবে প্রধান সড়কের পার্শ্বে কোনো ড্রেন না থাকায় বর্ষার পানি সরতে পারছে না। এর মূল কারণ হিসেবে প্রধান সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। বাজারের শান্তা ফিসের মালিক শেখ আনারুল ইসলাম জানান, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট বাজার স্যাঁতস্যেঁতে হয়ে একাকার। পানি নিষ্কাশনের ব্যাপারে কপিলমুনির একজন ব্যবসায়ী বিপ্লব সাধু দুঃখ করে বলেন, এত বড়ো বাজার সরকারি ডাকে বিক্রয় হয় অর্ধ কোটি টাকায় অথচ শ্রীবৃদ্ধি নেই বললে চলে।
স্থানীয় বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা বলেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বাজার। যে যার মতো রাস্তা দখল করে বসে আছে। সবচাইতে বড় সমস্যা আমাদের খুলনা-পাইকগাছা মেইন সড়কে কোনো পানি নিষ্কাশনের ড্রেন নেই। যার কারণে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে, সেইসঙ্গে রাস্তার বারোটা বেজে যায়। এ বিষয় খুলনা বিভাগের সড়ক ও জনপদের কর্মকর্তা তাপসী রানি দাশ বলেন, আঠারো মাইল বেতগ্রাম থেকে কয়রা পর্যন্ত মান উন্নীতকরণ বাজেট হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।
আলোকিত সকাল/এসআইসু