
গাজীপুর থেকে মনির হোসেন
গাজীপুরের শ্রীপুরে জঙ্গিবাদ ও মাদক বিরোধী ফুটবল টুনামেন্ট উদ্ধোধনে হাজারো জনতাকে মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন প্রতিতিরোধের শপথ বাক্য পাঠ করালেন পুলিশ। গতোকাল ১৭ জুলাই বুধবার বিকেলে উপজেলার আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নারী ও শিশু নির্যাতন এবং জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন অনুষ্ঠানে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এ শপথ বাক্য পাঠ করান।
ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান পিপিএম (বার) ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান পিপিএম (বার) বলেন বাংলাদেশে জঙ্গিবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দিব না জঙ্গিবাদ সমাজ থেকে নির্মুল করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন বাংলাদেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের সাফল্য আমাদের দেশে সিমাবদ্ধ নেই সারা বিশ্বে তা ছড়িয়েপরেছে।
এসময় তিনি আরো বলেন, যুব সমাজকে জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের সাথে সম্পৃক্ত করতে হবে। পাঠ্য বই পড়ার পর শিক্ষার্থীদের যে সময় থাকে, সেই সময় টুকু খেলা ধুলায় দিলে যুব সমাজ মাদকের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। পুলিশের উদ্দ্যোগে প্রত্যেক ইউনিয়ন ও উপজেলা পর্যায় জঙ্গিবাদ ও মাদক বিরোধী ফুটবল টুনামেন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ এর সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার রাসেল শেখ, গোলাম সবুর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃলিয়াকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ, আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর এলাকার সংগ্রামী যুবলীগ নেতা
মোঃ জাহিদুল ইসলাম(জাহিদ) মোঃ মাহফুজ আহমেদ(বিপ্লব)সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আস/এসআইসু