
আলোকিত সকাল ডেস্ক
তুরস্কে ২০১৬ সালে হওয়া ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দেশটির ২১১ সামরিক সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সর্বোচ্চ আদালত। বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টের পরিপ্রেক্ষিতে তুরস্কের সর্বোচ্চ আদালত অভ্যুথানের পরিকল্পনাকারী দলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মঙ্গলবার ( ৯ জুলাই) এমন ঘোষণা দিয়েছে ।
দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে ১৭৬ জন সামরিক সদস্যকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছে পুলিশ। এই ব্যর্থ অভ্যুত্থানের সাথে সাবেক ১৫ সেনা সদস্য জড়িত ছিল বলে তাদেরকেও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ঐ সেনা সদস্যরা সারা দেশে বিভিন্ন ব্রাঞ্চে ছড়িয়ে ছিটিয়ে আছে। অভ্যুত্থানে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন গোপন বার্তা বিভিন্ন মাধ্যমে তাদের কাছে পৌঁছাত।
তুরস্কে ২০১৬ সালের জুলাই মাসে হওয়া ব্যর্থ অভ্যুত্থানে ২৫০ জন নিহত হয়। এই অভ্যুত্থানের মূল হোতা ফেতুল্লাহ গুলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এমন অভ্যুত্থানের চেষ্টা করেছিল বলে তুর্কি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আস/এসআইসু