
আলোকিত সকাল ডেস্ক
কেবল চিত্রনায়িকাই নন, ইয়ামিন হক ববি একজন চলচ্চিত্র প্রযোজকও বটে। ২০১৪ সালে সিনেমা প্রযোজকের খাতায় নাম লেখান। তখন থেকেই প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু নানা দ্বন্দ্ব ও আইনি জটিলতার কারণে সাত বছরেরও বেশি সময় ধরে স্থগিত ছিল প্রযোজক সমিতির নির্বাচন। নতুন খবর হচ্ছে আগামী ২৭ জুলাই এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই নির্বাচনে অংশ নিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে হাঁটছেন চিত্রনায়িকা ববি। আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে তুমুল ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। ভোটারদের কাছে ভোট চাওয়ার পর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন তিনি।
নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ববি বলেন, ‘চলচ্চিত্রের প্রায় সব প্রযোজকের সঙ্গে আমার সুসম্পর্ক ও যোগাযোগ রয়েছে। মূলত তাদের পরামর্শেই আমি প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস আমি বিজয়ী হব।’
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে ববি ছাড়াও অংশগ্রহণ করছেন আরও চার শিল্পী। তারা হলেন ড্যানি সিডাক, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও মাসুম আজিজ। এ ছাড়া অভিনয়শিল্পী আলমগীর ও জয়া আহসানের মনোনয়ন ফরম কেনা হলেও সর্বশেষ তারা ফরম জমা দেননি।
এর আগে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মামলার কারণে নির্বাচন সাময়িক বন্ধ করা হয়েছিল। এরপর সে বছর ২৯ অক্টোবর দুই দলের সম্মতিক্রমে নাসিরুদ্দিন দিলুকে আহ্বায়ক করে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরে ২০১৬ সালে আবারও প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।
আস/এসআইসু