
আলোকিত সকাল ডেস্ক
গ্রীষ্ম উপলক্ষে নিজের গড়া সিআর সেভেন ব্রেন্ডের নতুন অন্তর্বাস বাজারে ছেড়েছেন পর্তুজিত তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো।
বরাবরের মতো এবারের পণ্যটিরও মডেল হয়েছেন এই ফুটবলার নিজেই। তার ছবিগুলো ভক্ত মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এতে কেউ কেউ আবার ৩৪ বছর বয়সী রোনালদোকে ‘পর্ন তারকা’ বলেও মন্তব্য করেছেন।
স্থিরচিত্রে অন্তর্বাস পরা পেশীবহুল রোনালদোকে বেশ আকর্ষণীয় দেখা গেছে। এ ছাড়াও ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিখেছেন- এই গ্রীষ্মে নতুন হাই সামার সিআরসেভেন আন্ডারওয়্যারের সঙ্গে আরো প্রাণবন্ত হয়ে ওঠো।
তার এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই ভক্তদের ভালোবাসায় ভাসতে থাকেন রোনালদো।
একজন লিখেছেন- আপনার পেশীবহুল শরীর আমি পছন্দ করি। আরেকজন লিখেছেন, কী আবেদনময়। আমি তোমাকে ভালোবাসি। অন্য একজন লিখেছেন, আপনার লুকটা ‘পর্ন তারকা’দের মতো!
গ্রীষ্ম উপলক্ষে সিআরসেভেন ব্র্যান্ডের নতুন অন্তর্বাস বাজারে আনার কারণ হিসেবে রোনালদো লিখেছেন, গ্রীষ্ম আমার প্রিয় ঋতু। সূর্য অস্ত যাওয়ার সময়টা এবং উজ্জ্বল আকাশ আমার খুব পছন্দ। আমি এই অনুভূতিটা নতুন কালেকশনের মধ্যদিয়ে ধরে রাখার চেষ্টা করেছি।
আস/এসআইসু