
সারুয়ার হাসান (সজিব) স্টাফ রিপোর্টারঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ কর্তৃক আয়োজিত এই বৃক্ষ মেলায় মোট ১৪ টি স্টল রয়েছে।
★ব্রক্ষ্মপুত্র নার্সারী-
স্থান: রৌহা,গফরগাঁও
প্রোঃ সজল -01720095250
★রাকিব নার্সারী-
স্থান:হাটপাড়া(বাদল মার্কেটের সাথে),উস্থি,গফরগাঁও
প্রোঃ মোঃ দুলাল মৃধা- 01748657590
★হানিফা নার্সারী-
স্থান: কুকসাইর,গফরগাঁও
প্রোঃ মোঃ রফিকুল ইসলাম-01735028105
★তমা নার্সারী-
স্থান: নামা উথুরী,গফরগাঁও
প্রোঃ মোঃ ফজলুল হক শেখ-01789577905
★সুন্দরবন নার্সারী-
স্থান: পাড়া ভরট,গফরগাঁও
প্রোঃ মোঃ রমজান আলী-01746475641
★বনলতা নার্সারী-
স্থান: উথুরী,গফরগাঁও
প্রোঃ মোঃ আসাদ মিয়া-01732252882
★ভাই ভাই নার্সারী-
স্থান:ঘাগড়া,গফরগাঁও
প্রোঃ মোঃ আঃ হামিদ শেখ-01735770698
★এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বনবিভাগ এর অধীনে ৪-৫ টা স্টল রয়েছে।
৫ দিন ব্যাপী মেলার দ্বিতীয় দিন আজ। শেষ হবে ১৮ই জুলাই।
*️গাছ লাগান পরিবেশ বাঁচান*
আস/এসআইসু