
আলোকিত সকাল ডেস্ক
ব্রিটনি স্পিয়ার্সের এ বছরটা খুবই ভয়াবহ কাটছে। অসুস্থ বাবার পাশে থাকার জন্য বছরের শুরুতে সংগীত থেকে বিরতি নিয়েছিলেন তিনি। পরে তার সেবাই থেকে নিজেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর পারিবারিক নানা অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েন এই শিল্পী। এমনকি বেশ কিছুদিন গায়িকাকে কাটাতে হয় পুনর্বাসনকেন্দ্রেও। আর কখনো গাইতে পারবেন না এমন গুজবও রটেছিল। এর আগে ৩৭ বছর বয়সী এই গায়িকা অভিনেত্রীর দীর্ঘদিনের ম্যানেজার ল্যারি রুডলফ আশঙ্কা করেছিলেন, হয়তো আর পারফর্ম করতে দেখা যাবে না তাকে।
তবে সব আশঙ্কাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন ব্রিটনি। জানালেন, গাইবেন তিনি, নাচবেনও তিনি। এমনকি সব বিপত্তি পেছনে ফেলে সেরে উঠেছেন ব্রিটনি।
এদিকে, তিনি আগের মত কিছুদিন ধরে নিয়মিত ছবি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্রিটনি এখন মূলত শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। যার জন্য নিয়মিত যোগব্যায়াম, অন্যান্য শরীরচর্চা করছেন। আরেকটু ঠিক হয়ে উঠলেই গান শুরু করবেন।
তবে এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, ব্রিটনির সন্তান এবং বর্তমান প্রেমিক স্যাম আজগরি তার পাশেই আছেন। এটা তাকে মানসিকভাবে চাঙ্গা রেখেছে।
সূত্র আরো বলছে , ব্রিটনি দ্রুতই কাজে ফিরতে চান। বছরের শেষ দিকে কনসার্টে দেখা যেতে পারে তাকে। সামনের মাসে নিজেই এ বিষয়ে ঘোষণা দেবেন।
আস/এসআইসু