
কবির কাঞ্চন
মেঘে মেঘে বৃষ্টি হলো
ভিজিয়ে দিলো চুল
বর্ষাকালে কদম হলো
ভালোবাসার ফুল।
শাপলা শালুক পদ্মফুলে
ভরে বিল-ঝিল খাল
মরা পুকুর জেগে ওঠে
এলে বর্ষাকাল।
অঢেল জলে দলে বলে
নাচে মৎস্যকূল
সেই নাচেতে মুগ্ধ হয়ে
হাসে পক্ষীকূল।
পক্ষীকূলের হাসি দেখে
ব্যাঙে ধরে গান
সেই গানেতে কচিকাঁচার
জুড়ায় যে পরান।
Facebook Comments