
আব্দুর রাজ্জাক
রাত দুইটা বেজে গেলো বাবা আসেনি ঘরে,
গুলির শব্দ কানে বাজে বুকটা ভয়ে ডরে।
ছুটাছুটি করছে মানুষ গুলির শব্দ শুনে,
জীবন নিয়ে লুকিয়ে পড়ছে যুদ্ধ রাতের ক্ষণে।
এমনি সময় বাবা এলো রক্ত শরীর নিয়ে,
ঘরের কোনে বসে পড়লো দরজা জানালা দিয়ে।
একটু পরে ছুটলো বাবা অস্ত্র হাতে নিয়ে,
বলছে বাবা থাকো খোকা আসছি বিজয় নিয়ে।
কান্না চোখে বিদায় দিলাম বাবার প্রিয় মুখ,
তবেই এলো দেশের বুকে স্বাধীনতার সুখ।
Facebook Comments