
আলোকিত সকাল ডেস্ক
এইচএসসি’র ফল প্রকাশের পর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে টিকে থাকার লড়াই। হয়তো ভাবছেন এখনো অনেক সময় বাকি– তাহলে ভুল করবেন। ভর্তি পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে এখন থেকেই নিতে হবে জোর প্রস্তুতি। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এ ধারাবাহিক আয়োজন। আশাকরি উপকৃত হবেন ।
খ ইউনিট-বাংলা
০১। কোন উক্তিটি ঠিক?
ক. বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলার এিক প্রকারকাহিনী কাব্য
খ. বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মের যৌক্তিক ব্যাখ্যা
গ. বৈষ্ণব পদাবলী পদ্যে রচিত চৈতন্যদেবের জীবনী বিশেষ
ঘ. বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান
০২। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের উপযোগী?
ক. লোক সাহিত্য খ. ডাক ও খনার বচন
গ. পুঁথি সাহিত্য ঘ. ব্রতকথা
০৩। বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল?
ক. মহামহোপাধ্যায় খ. বিদ্বদ্বল্লভ গ. আচার্য ঘ. কাব্যতীর্থ
০৪। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
ক. বেগম সুফিয়া কামাল খ. মহাশ্বেতা দেবী
গ. পদ্মাবতী ঘ. চন্দ্রাবতী
০৫। রামায়ণের শ্রেষ্ঠ অনুবদক কে?
ক. কাশীরাম দাস খ. কৃত্তিবাস ওঝা গ. বাল্মীকি ঘ. চন্দ্রাবতী
০৬। কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক. মনঝন খ. সাধন গ. সাবিরিদ খান ঘ. মালিক মুহম্মদ জায়সী
০৭। মর্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যের কোন যুগের ধারা?
ক. সেন যুগ খ. প্রাচীন যুগ গ. মধ্য যুগ ঘ. আধুনিক যুগ
০৮। ‘ঠাকুরমার ঝুলি’, ‘ঠাকুরদাদার ঝুলি’ প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে?
ক. সুকুমার রায় খ. উপেন্দ্রকিশোর রায়
গ. দক্ষিণারঞ্জন মিত্র ঘ. দীনেশ চন্দ্র সেন
০৯। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?
ক. গান খ. কবিতা গ. গল্প ঘ. প্রবচন
১০। কত বঙ্গাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য প্রকাশিত হয়?
ক. ১৩০৭ বঙ্গাব্দে খ. ১৩০৯ বঙ্গাব্দে
গ. ১৩১৬ বঙ্গাব্দে ঘ. ১৩২৩ বঙ্গাব্দে
১১। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী ঘ. তুজুক-ই-আকবর
১২। ভারতচন্ত্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
ক. আরাকান রাজসভা খ. কৃষ্ণনগর রাজসভা
গ. রাজাগণেশের রাজসভা ঘ. লক্ষণসেনেররাজ সভা
১৩। ঔজ্বল্য’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অন্ধকার খ. কালো রাত গ. ম্লানিমা ঘ. অমানিশা
১৪। ‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. প্রতিগ্রহ খ. বিগ্রহ গ. দয়া ঘ. নিগ্রহ
১৫। ‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ-
ক. আকার খ. সাকার গ. অদৃশ্য ঘ. দৃশ্যমান
১৬। চড়াই’-এর বিপরীতার্থক শব্দ-
ক. উপত্যকা খ. গিরি গ. উৎরাই ঘ. ঢিবি
১৭। অপাংক্তেয়’ -এর বিপরীতার্থক শব্দটি কোনটি?
ক. পংক্তিহীন খ. সামাজিক গ. ঘরোয়া ঘ. অতুলনীয়
১৮। বিরক্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ভক্ত খ. অনুজ গ. অনুরক্ত ঘ. আরক্ত
১৯। ঔচিত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. অনৌচিত্য খ. অনুচিত্য গ. হিম্মত ঘ. ভয়ার্ত
২০। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
ক. সওগাত খ. মোহাম্মদী গ. সমকাল ঘ. শিখা
উত্তরঃ ০১।ঘ ০২।খ ০৩।খ ০৪।ঘ ০৫।খ ০৬।ঘ ০৭।গ ০৮।গ ০৯।ঘ ১০।ঘ ১১।গ ১২।খ ১৩।গ ১৪।ঘ ১৫।খ ১৬।গ ১৭।ঘ ১৮।গ ১৯।ক ২০।ঘ
আস/এসআইসু