
রোমানুর রহমান রোমান
আম আম আম
কাঁচাপাকা আম
বুড়া খায় বুড়ি খায়
কম সম্ দাম।
আম আম আম
মিষ্টি স্বাদের আম
লাল টুকটুক ভেতর পাকা
গন্ধ শুকে আরাম।
আম আম আম
কিনে নিয়ে যান
অল্প দামে মধুর টানে
খেতে মজা পান।
আম আম আম
হাঁড়িভাঙ্গা নাম
মিঠাপুকুর, খোড়াগাছের
বিশ্বসেরা আম।
Facebook Comments