
হামীম রায়হান
আকাশ কালো, লাগছে ভালো,
মেঘের ছড়াছড়ি,
নামবে ধারা, ভিজবে পাড়া,
ভিজবে ছনের বাড়ি।
যাচ্ছে উড়ে, ঐ যে দূরে,
সাদা বকের ঝাঁক,
গাছের শাখা, বৃষ্টি মাখা,
সব যে ভিজে থাক।
ঠাণ্ডা হাওয়া, দিচ্ছে ধাওয়া,
দুষ্ট মেঘের পালে,
ধাওয়া খেয়ে, মেঘের মেয়ে
বৃষ্টি ঝড়ায় খালে।
জাগে প্রাণ, বৃষ্টির গান,
আকুল করা তালে,
মেঘের ছানা, দিচ্ছে হানা,
নাচে কদম ঢালে।
Facebook Comments