
জিল্লুর রহমান পাটোয়ারী
আকাশ ভরা মেঘের মেলা,
আষাঢ় শ্রাবণ মাসে –
গুড়ুম গুড়ুম ডাকছে দেয়া,
বৃষ্টি পড়ে ঘাসে।
কানায় কানায় ভরছে নদী,
মাঠ হয়েছে তল –
আষাঢ় শ্রবণের বৃষ্টির জল,
নামছে নদে ঢল।
মেঘের মেলা জলের খেলা,
আষাঢ় শ্রবণ মাসে –
নাই বিশ্রাম ঝরে অবিরাম,
আকাশে মেঘ ভাসে।
হঠাৎ করে মেঘ গর্জে,
গর্জনে মেঘ ফাটে –
খেয়া ঘাটে নৌকা বাঁধা,
মাঝি নাইকো ঘাটে।
Facebook Comments