
সোহেল টিটু,মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শিলই ইউনিয়ন পরিষদে ২ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নতুন গাঁও মাইগ্রেশন প্রোগ্রাম,ব্র্যাক-এর উদ্যােগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন,শিলই ইউপি চেয়ারম্যান আবুল হাসেম লিটন।
এসময় মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক-এর জেলা ম্যানেজার নুর-ই সাফা আঁখি বলেন,বিদেশ থেকে বিফল হয়ে ফেরত এলে কোনো ভাবেই ভেঙে পড়া ঠিক হবে না। তিনি আরো বলেন,স্বাভাবিক জীবন যাপনের জন্য যা করতে হবেঃ
*নিজেকে গুটিয়ে না রেখে সবার সাথে মন খুলে আলোচনা করুন।
*পরিবারের সদস্য বা কাছের মানুষের কাছে নিজের সমস্যা নিয়ে আলোচনা করুন।
*আর্থিকভাবে স্বাবলম্বী হতে উদ্যোগী হোন।
*প্রয়োজন পেশাদার কাউন্সেলরের সেবা নিন।
এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি সচীব মোঃ মিজানুর রহমান, মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক-এর ফিল্ড অর্গানাইজার মোঃ শাহিন খালাসী, বিশিষ্ট রাজনীতিবিদ জয়নাল আবেদীন জনু মৃধা,এনতাজ বেপারী,শিলই ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী,জারফান মাঝি, রফিক বেপারী,হাচান বেপারী,আঃ হাকিম মাদবর ওলিউল্লাহ মোল্লা,বাসেদ খাঁন,ইউপি মহিলা সদস্য রুমা আফরোজা, মমতাজ বেগম, লুৎফা বেগম প্রমুখ।
আস/এসআইসু