
আলোকিত সকাল ডেস্ক
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রথম স্মারক সিলভার বাটন পেলেন টিভি নাটকের এই সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ায় এই সম্মাননা পান তিনি। সম্প্রতি ভিডিও শেয়ারিং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সিলভার বাটন পাঠানো হয় তাকে।
যদিও অনেক আগেই সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ পেরিয়েছে উলেস্নখ করে মেহজাবীন বলেন, ‘সিলভার বাটনটি বেশ পরেই পেলাম। কারণ আমার অনেক আগেই ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এখন আমার পরিবার বেশ বড় হয়ে গেছে। আমি বলব, তাদের কারণেই আমার এই পুরস্কার। আমি তো ইউটিউবার নই। না বুঝেই শুরু করেছিলাম। শুধু সাবস্ক্রাইবারদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হলো’।
মেহজাবীন জানান,’গত বছর মজা করতে করতে একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দেই। দেখলাম, খুব ভালো রেসপন্স পাচ্ছি। এরপর থেকে চলছেই। যখন নিজের নাটকের শুটিং চলে, এর ফাঁকেই গ্রিনরুমে ভিডিও তৈরি করি। যেখানে আমার সঙ্গে উপস্থিত থাকেন সহশিল্পীরাও।’
মেহজাবীন চৌধুরী ২০১৮ সালের ফেব্রম্নয়ারি থেকে ‘মেহজাবীন চৌধুরী’ নামের চ্যানেলে নিয়মিত ভিডিও প্রকাশিত করছেন। এই মুহূর্তে তিনি ১২টি ভিডিও সবার জন্য উন্মুক্ত রেখেছেন।
আলোকিত সকাল/এসআইসু