
—খোরশেদ আলম খোকন
সুগন্ধা রাতের প্রিয়া,
এভাবে কতদিন চলবে বলো?
তিলেতিলে বেড়ে উঠা সুবাসে;
সযত্নে হৃদয়ের কোণে,
জানিনা কবে সেই অধিকার হবে!
তোমার কোমল সুঘ্রাণ নেবার অপেক্ষায়…
আমার এই বিশাল মনের আকাশ।
গ্রীষ্মের কাঠফাটা রৌদ্রে
তোমার চিকন বাঁশরী নাকের ডগার-
ক’ফোঁটা শীতল ঘাম…
আমাকে মুগ্ধ করেছে বারবার!
তুমি চাইলে গোপনে কথা হবে
যেমনটি হয়েছিল প্রতুষ্যে;
বিকেলের শান্ত নিবিরে,
আমার বিশ্বাস তোমার মনে আছে!
আমি সজীবতা পেয়েছিলাম তোমার সজীবতায়;
জল পিপাসার ছলে।
এই শেষবার তোমার ভালোবাসা পেলেই দেখবে!
একদিন কোনো এক সন্ধ্যায়..
সময়ের সুঘ্রাণ সুবাসে মিশে গেছি তুমি আমি।
Facebook Comments