
স্টাফ রিপোটার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের এক নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
মঙ্গবার (৯ জুলাই) দুপুরে র্যাব-১৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার ( ৮ জুলাই) রাত ৩ টায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকার নয়নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ সাংবাদিক সম্মেলনে জানান, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে আসামি শামীম গত ২৪ জুন এক নারীকে ময়মনসিংহের মাসকান্দা থেকে নান্দাইল ডেকে নেয়। নিজের টেইলার্স এর দোকানে প্রথমে শামীম তাকে ধর্ষণ করে। পরে জোরপূর্বক তার সহযোগী রিপন মিয়াসহ ৩/৪ জন পালাক্রমে গণধর্ষণ করে। পরে একই দিন রাত দেড়টার দিকে উপজেলার কালীগঞ্জ তারাল সড়কের পাশে একটি পরিত্যক্ত ক্লাব ঘরে ধর্ষিতাকে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা।
এ ঘটনায় নির্যাতিত ওই নারী বাদী হয়ে গত ২৫ জুন নান্দাইল মডেল থানায় শামীম, রিপন, হাবিব ও অজ্ঞাত আরও একজনের নাম উল্লেখ করে শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১৪ আসামিদের গ্রেফতার করতে মাঠে নামে এবং প্রধান আসামি শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আস/এসআইসু