
মিঠুন বসাক, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর পৌর শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। শাহ্ মোঃ শাহান শাহ কে সভাপতি এবং মোঃ আসাদুজ্জামান সুমন কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক মোঃ জিহাদ আল ইসলাম স্বাক্ষরিত স্বেচ্ছাসেবকলীগের প্যাডে গত বুধবার(০৩জুলাই) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন হাসান মাহমুদ রাজিব, মোঃ বিপ্লব তালুকদার, মোঃ শাহীন আলম, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে আছেন মোঃ আমির হামজা, কে.এম. শহিদুল ইসলাম বাধন, সাংগঠনিক সম্পাদকে রয়েছেন মোঃ রুহুল আমিন, মোঃ আকতার হোসেন, মোঃ আলামিন হোসেন, দপ্তর সম্পাদক হিসাবে আছেন মোঃ মিজানুর রহমান ও প্রচার সম্পাদক হিসাবে মোঃ মনির হোসেন।
এই কমিটির নেতৃত্বে শাহজাদপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন ও বঙ্গবন্ধুর আদর্শে একটি সোনার বাংলা গড়তে তৃনমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
আস/এসআইসু