
বুলবুল আহম্মেদ,শেরপুর প্রতিনিধি
শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার রাতে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। এরপর মেলার অফিস কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, চেম্বারের জুনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন, পরিচালক বশিরুল ইসলাম সেলু, মনির উদ্দিন আহমেদ, গোপাল চন্দ্র সাহা, নির্মল কুমার সাহা, রাজন সরকার, বাবন সাহা, জুনিয়র সচিব তন্ময় বণিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আস/এসআইসু