
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগরে র্যাব পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। শনিবার সকালে উপজেলার উত্তর কামারগাঁও পাকা ব্রীজ এলাকা থেকে শরীফুল ইসলাম ওরফে ডলার (২৬) ও দুপুরে বালাশুর বাজার এলাকা থেকে আফসার (৪৫) নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে (মামলা নং-২২(১১)১৭)।
ডলার উত্তর কামারগাঁও গ্রামের আঃ সাত্তারের ছেলে এবং আফসার একই গ্রামের আঃ রশিদের ছেলে।
র্যাবের এক প্রেস রিলিজ থেকে জানাযায়, র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সংগীয় র্ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ডলার ও আফসারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আস/এসআইসু