
আলোকিত সকাল ডেস্ক
সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন পুরনো। একটা সময় কান পাতলেই শোনা যেত, চুটিয়ে প্রেম করছেন তারা। এমনও শোনা গেছে ক্যাটকে বিয়ে করেই ব্যাচেলর জীবনের ইতি টানবেন বলিউডের ভাইজান। তবে কিছুতেই কিছু হয়নি। ক্যাটরিনা আচমকাই মজে গিয়েছিলেন রণবীর কাপুরের প্রেমে। তবে বেশিদিন টেকেওনি তাদের সম্পর্ক। রণবীর এখন প্রেম করছেন আলিয়া ভাটের সঙ্গে। সুযোগে ক্যাট আবারও মজেছেন সালমানের প্রেমে। শুধু মজেছেন বললে ভুল হবে, একসঙ্গে ঘুরছেন, রেস্টুরেন্টে খাচ্ছেনও।
সম্প্রতি সালমান ও ক্যাট অভিনীত মুক্তি পেয়েছে ভারত ছবিটি। জুটি বেঁধে কাঁপাচ্ছেন বক্স অফিস। ছবিটি আয় করেছে ২০০ কোটির বেশি। তবে এসব উতরে খবর এলো নতুন কিছু। বলিউডের ফিটনেস আইনক নাকি ঘাম ঝরাচ্ছেন ক্যাটরিনা কাইফের জন্য। মোদ্দাকথা, ক্যাটরিনা কাইফকে খুশি করতেই দিনরাত জিম করছেন সালস্নু। আর ক্যাটরিনা কাইফও সালমানের এমন কাজে মুগ্ধ। ভারতীয় গণমাধ্যমে একাধিকবার জানিয়েছেন সে কথা।
বলিউড হাঙ্গামাকে ক্যাট জানান সালমানে মুগ্ধ তিনি। সালমান খানের সুগঠিত দেহের ভূয়সী প্রশংসা করেছেন বলিউড সুন্দরী। ক্যাটরিনা নিজেও ফিটনেস নিয়ে সচেতন। গতবছর বড় বাজেটের দুটি সিনেমায় অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। আমিন খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্থান’ ও শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’। দুটো ছবিই বক্স অফিসে ফ্লপ। তবে সালমান খানের সঙ্গে বরাবরই হিট এ নায়িকা। সম্প্রতি সালমান খানকে নিয়ে ক্যাটরিনা বলেন, ‘সালমান ফিটনেস আইকন। তাকে অনুসরণ করাটা প্রেরণাদায়ক। ফিটনেস প্রশিক্ষণে তিনি গভীর মনোযোগী’। জানা গেছে, ২০২০ সালের মধ্যে সালমান ৩০০টি জিমনেসিয়াম খুলবেন। যাতে ভারতবাসী তাদের শরীরচর্চা ঠিক রাখতে পারেন।
আস/এসআইসু