
আলোকিত সকাল ডেস্ক
বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘আদাই’-এর টিজার মুক্তি পরেই অন্তর্জাল দুনিয়ায় ঝড় বয়ে যায়। টিজারে দেখা যায়, একটি দৃশ্যে একেবারেই গায়ে সুতোহীন অমলাকে। তাঁর সাহসের প্রশংসা করেন নামী পরিচালকেরাও। এবার সেই নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন নায়িকা।
রত্না কুমার পরিচালিত ‘আদাই’ ছবিতে অমলা পাল কামিনীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি কি না নিখোঁজ হয়ে যান।
টিজারের শুরুতেই দেখা যায়, কামিনীর মা পুলিশের কাছে মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে যান। বোঝা যায়, শেষবার যখন তিনি মেয়েকে ফোন করেছিলেন, তখন কামিনী মদ্যপ অবস্থায়। পরবর্তী দৃশ্যেই অমলাকে দেখা যায় অনাবৃত অবস্থায়। জ্ঞান হারানোর পর হুঁশ ফিরেছে তাঁর।
কিন্তু সেই দৃশ্যে অভিনয়ের আগে মনের অবস্থা কেমন ছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ২৭ বছরের অমলা পালের। শুটিং ফ্লোরে যাওয়ার আগে কী ভাবছিলেন তিনি? সে কথা সম্প্রতি জানিয়েছেন এক ভারতীয় সংবাদমাধ্যমকে।
দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অমলা পাল বলেন, প্রথমে পরিচালক রত্না কুমারকে তিনি বলেছিলেন চিন্তা না করতে। কিন্তু যখন সেটে যান, সে সময় চিন্তিত হয়ে পড়েন। নগ্ন দৃশ্যের শুটিংয়ের সময় নিরাপত্তা থাকবে কতটা, শুটিংয়ের সময় কারা উপস্থিত থাকবেন সেখানে—এসব নিয়ে চিন্তা হচ্ছিল তাঁর।
‘আদাই’ ছবির টিজার :
আস/এসআইসু