November 27, 2025, 2:37 pm | Converter

গাজী সংগ্রামের ‘আপন মানুষ পর করিলে’ প্রকাশ

Deshbarta Report
  • Update Time : Monday, November 24, 2025,

নতুন মৌলিক গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী গাজী সংগ্রাম। তার সর্বশেষ প্রকাশিত গানের শিরোনাম ‘আপন মানুষ পর করিলে’। ফোক ঘরানার এই মৌলিক গানটির কথা লিখেছেন জেএস জিসান। সুর করেছেন রিয়াদ আহসান এবং সংগীতায়োজন করেছেন সালমান শেখ। গানটি প্রকাশিত হয়েছে জেএস মিউজিক ইউটিউব চ্যানেলে।

নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গাজী সংগ্রাম বলেন, “খুব সুন্দর একটি ফোক গান। আমি আশাবাদী, গানটি শুনলে সবাই মুগ্ধ হবেন। সামনের দিনগুলোতে আরও ভালো কাজ উপহার দিতে চাই।”

২০১৮ সালে ‘মন বাড়িয়ে দেখো’ শিরোনামের প্রথম মৌলিক গানের মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেন গাজী সংগ্রাম। এরপর থেকে নিয়মিতই নতুন গান প্রকাশ করে আসছেন তিনি।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD