January 2, 2026, 11:33 am | Converter

ভাড়াটিয়া উচ্ছেদ; এবার ধরা খেলেন পুলিশ অফিসার

শিহাব উদ্দিন
  • Update Time : Saturday, December 13, 2025,

অসৎ উদ্দেশ্যে নিজের ভাড়াটিয়াকে উচ্ছেদ করার দায়ে মন্ট্রিয়লের একজন পুলিশ অফিসারকে বড় অংকের জরিমানা করেছে কুইবেকের হাউজিং ট্রাইব্যুনাল (TAL)। জাঁ-ফ্রাঁসোয়া বেলহিউমার নামের ওই অফিসারকে তার ৬৬ বছর বয়সী সাবেক ভাড়াটিয়া, ডেনিস লংচ্যাম্পসকে ক্ষতিপূরণ হিসেবে ২৭ হাজার ডলারেরও বেশি পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাড়াটিয়া ডেনিস লংচ্যাম্পস দীর্ঘ ১১ বছর ধরে মন্ট্রিয়লের Mercier–Hochelaga-Maisonneuve নেইবারহুডের মার্সেই স্ট্রিটের একটি ট্রিপ্লেক্সের উপরের তলার 5 ½ এপার্টমেন্টে বসবাস করছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে বাড়ির মালিক পুলিশ অফিসার বেলহিউমার বৃদ্ধাকে জানান যে, স্ত্রীর সাথে বিচ্ছেদের কারণে ওই অ্যাপার্টমেন্টটি তার প্রয়োজন। তাই, তার পক্ষে লীজ নবায়ন সম্ভব নয়| বাধ্য হয়ে বেশী রেন্টে অন্যত্র বাসা নেন বৃদ্ধা ভাড়াটিয়া। ৩/৪ মাসের মাথায় অফিসার খালি এই এপার্টমেন্টে বেশি ভাড়ায় নিয়ে আসেন তার সাবেক এক গার্লফ্রেন্ডকে।

কিন্তু বিধি ছিল বাম। বছর দুয়েক যেতেই বাড়ীওয়ালা ধরা পড়েন অনেকটা নাটকীয়ভাবে। মুভ করার সময় বৃদ্ধা তার নামে আগের বাসায় আসা সব  চিঠি ফরওয়ার্ড করে রেখেছিলেন তার নতুন ঠিকানায়। ঘটনাক্রমে কানাডা পোস্টের একটি ভুলে ওই এপার্টমেন্টের নতুন ভাড়াটিয়ার একটি ম্যাগাজিন চলে আসে উচ্ছেদকৃত ভাড়াটিয়ার নতুন ঠিকানায়। প্রাপকের এই নাম নোটিশে উল্লেখকৃত নামের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়াতে নেড়েচেড়ে বসেন বৃদ্ধা। শরণাপন্ন হন প্রভিন্সিয়াল হাউজিং আদালত TAL এর।

আদালতের তদন্তে উঠে আসে যে, ওই পুলিশ অফিসার নিজে কখনোই রিপোজিশন নেয়া সে এপার্টমেন্টে বসবাস করেননি, কিংবা বসবাস করেননি নোটিসে উল্লেখিত তার স্পাউস। তিনি নিজের বিলাসবহুল বাড়িতেই ছিলেন। মূলত বেশি লাভে বাসাটি ভাড়া দেওয়ার জন্যই তিনি এই ছলনার আশ্রয় নিয়ে ৫০০ ডলার ভাড়া বাড়িয়ে নেন।

আদালতের রায়ে ট্রাইব্যুনালের বিচারক মেরি ডমিনিক জানান, অভিযুক্ত পুলিশ অফিসার আদালতে যে আর্থিক সংকটের কথা উল্লেখ করেছেন সেটা সম্পূর্ণ অবান্তর। বিচারক উল্লেখ করেন, কাজের পারিশ্রমিক বাবদ বছরে ১ লাখ ডলারের বেশি আয় ছাড়াও নিজের বিলাসবহুল বাড়ি এবং তিনটি রেভিনিউ প্রপার্টির মালিক তিনি। বিচারক এই উচ্ছেদকে “অসৎ উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যায়িত করে বাড়ীওয়ালাকে মোট $২৭,১১৫ জরিমানা করে বৃদ্ধাকে পরিশোধের নির্দেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী ডেনিস লংচ্যাম্পস বলেন, “আমাকে প্রায় রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছিল, আমি বিষণ্নতায় ভুগেছিলাম। এই রায়ে আমি খুশি।” তবে, অভিযুক্ত পুলিশ অফিসার এ বিষয়ে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD